মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ৩ বছর ৯ মাসের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস টিম।
বোরহানউদ্দিনের থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেন এর নেতৃত্বে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোলা সদরে অভিযান চালিয়ে অর্থ ঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাছান ও ১৩ নভেম্বর এসআই রাজিব হোসেন এর নেতৃত্বে যৌথ টিম অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রতারনা মামলায় ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ লিটন কে গ্রেফতার করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ হাছান বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের জেবল হক এর ছেলে এবং লিটন একই উপজেলার টগবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,অর্থ ঋন ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাছান ও লিটন নামের ২ জন কে গ্রেফতার করে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান,অর্থ ঋন মামলায় হাছানকে ৬ মাসের কারাদণ্ড এর পাশাপাশি চৌদ্দ লক্ষ চৌত্রিশ হাজার
টাকা জরিমানা করেছে আদালত এবং
প্রতারণা মামলায় লিটন কে ৩ বছর (তিন) মাস সশ্রম কারাদন্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।