কোম্পানীগঞ্জ প্রতিনিধ
সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ নভেম্বর ২০২৩ তারিখ ভোর ৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুল ইসলাম সঙ্গীয় এএসআই কাঞ্চন চক্রবর্তী ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে একটি পিকআপ দিয়ে মাদকদ্রব্য বহন করা হইতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে। অভিযান পরিচালনাকালে মাদক বোজাই পিকআপটিকে ধাওয়া করলে কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন এর ভোলাগঞ্জ সাকিনের আল্লাহ ভরসা ক্রাশার মিল এর সামনে থেকে ১ টি মদ বোজাইকৃত পিকআপ জব্দ করেন। উক্ত পিকআপে বিভিন্ন ব্র্যান্ডের ২৪২৯ বোতল মদ পাওয়া যায়। এর মধ্যে ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভোদকা, রয়েল স্ট্যাগ ব্লেন্ড হুইস্কি, সিগনেচার প্রিমিয়াম হুইস্কি, এসি ব্ল্যাকসহ ব্লেন্ডারস প্রাইড জাতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়।
উক্ত ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।