দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে মাদক ব্যবসায় সহযোগী হিসেবে কাজ না করায় আজিজুল (২৫) নামের এক যুবককে বিবস্ত্র করে নির্যাতন করে হত্যার হুমকি।
জানা গেছে, গত মঙ্গলবার ২১ নভেম্বর সন্ধ্যায় আলিপুর থেকে তুলে নিয়ে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের এক বিলে এ নির্যাতনের শিকার হয় ঐ যুবক। ওই যুবক উপজেলার নান্দীগ্রামের ওহাব শাহ এর ছেলে আজিজুল হক।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার জিয়া মৃধার ছেলে মেহেদী (২২) ও আলিপুরের আঃ লতিফ এর ছেলে রুবেল (২৫) এরা দুইজন মিলে রাতে আজিজুল (২৫) কে বিলে ডেকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী আজিজুল বলেন, বানেশ্বর থেকে এসে ঘরজামাই নান্দিগ্রামে গাজা ব্যবসায়ী শাহীন এর সহযোগী মেহেদীর প্রলোভনে আমি কয়েক মাস আগে ওদের গাজা ব্যবসায়ের সহযোগিতা করতাম একদিন নাটোরে গাজা সহ পুলিশের হাতে ধরা খেয়ে ২ মাস ৩ দিন জেল খেটেছি।
এরপর থেকে আমি আর ওদের সাথে এসব কাজে জোড়াতে চাইনি। হঠাৎ মেহেদী আমাকে মঙ্গলবার ২১ নভেম্বর রাতে কল দিয়ে বলে শাহিনের কাছ থেকে কাজের কিছু টাকা পাবি তুই বিলে একাই আয় বলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন ও হত্যার হুমকি দেয়।
এবং একই এলাকার আজমত নামে এক কীটনাশক ব্যবসায়ীকে ফাঁসানোর জন্য মোবাইল ফোনে ভিডিওতে বলতে বলে আজমত মাদক ব্যবসা করে।
এবিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় নান্দীগ্রাম মোড়ে মোশারফ মাষ্টারের দোকানে মিমাংসার জন্য বসলেও কোন ফায়সালা না করে শেষ করে দেয় স্থানীয় নেতারা।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এরকম অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে দুর্গাপুর থানা ডিউটি অফিসার অভিযোগের বিষয় নিশ্চিত করেন।