মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জে মৃত হাতিকে মাটি চাপা দেয়া হয়েছে। আজ জুমাবার দুপুরে ভোমরিয়া ঘোনা বিটের আওতাধীন ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়া পাড়ায় প্রশাসনের উদ্যোগে সৎকারের এ কাজ অনুষ্ঠিত হয়।
গতরাতে এ স্থানে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, কক্সবাজার উত্তর বনবিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, মেহের ঘোনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ডক্টর প্রাণতোষ চন্দ্র রায়, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খান, বিট কর্মকর্তা মোঃ মুমিনুর রহমান, স্থানীয় মেম্বার সহ প্রশাসন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক মৃত হাতিটির শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা জানান, হাতিটি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, নাকি অন্য কিছু ঘটেছে তার তদন্ত কার্যক্রম চলছে।
এদিকে ঈদগড়ে বন্য হাতির আক্রমণে আজ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আকবর হোসেন (৫০) তিন সন্তানের জনক। সে ঈদগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরপাড়ার মৃত হাজী আমির হামজার ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় চরপাড়ার অদূরে চক্করতী এলাকায় বিকালে নিজ ধানক্ষেত দেখতে গেলে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। পরবর্তীতে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।