ওসমান গনি চৌধুরী বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমর গনি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিনের শাহাদাত বার্ষিকীতে মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দের পুষ্পমাল্য অর্পন।
২০০৪ সালের ২৯শে নভেম্বর বিএনপি-জামাত জোট সরকারের নীল নকশায় তথাকথিত ক্রসফায়ারে হত্যা করা হয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিনকে। শহীদ এই ছাত্র নেতার ১৯ তম শাহাদাত বার্ষিকীর স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দ গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার,সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, সহ সম্পাদক ইবরাহিম খলিল নিপু সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেত্রীবৃন্দে।