স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের কৈলাশগজ্ঞ ইনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রয়ত প্রধান শিক্ষক শিশির কুমার দাস এর সহধর্মিনী মৃনালিলী (৮০) বছর বয়সে পরোলোক গমন করেছেন। মহানগরী খুলনার রুপসা মহাশশ্বানে তাকে শেষ বারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী শশ্বানে জড়ো হয়।খবর পেয়ে শ্রদ্ধা জানাতে ছুটে যান দলীয় নেতা কর্মিদের নিয়ে সাবেক সংসদ সদস্য দ্বাদশ সংসদে খুলনা-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ননীগোপাল মন্ডল। তার মনে পড়ে যায়, হারিয়ে যাওয়া প্রিয় মানুষের স্মৃতি। সেই মানুষটি এখন না ফেরার দেশে, শুয়ে আছেন শশ্বানে।
এসময় তার রাজনৈতিক গুরু শিশির কুমার দাসের স্ত্রী মৃনালিনী দাস (কাকিমাকে) ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং শেষ বিদায় জানাতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার জামাতা বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্মাদক,বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক ভিপি, মানস কুমার রায় তার শাশুড়ি মৃনালিনী দাসের তার শাশুড়ির বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে সকলের প্রতি প্রার্থনা করেন। ’