মোঃ রায়হান জোমাদ্দার; স্টাফ রিপোর্টার: “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা বেগম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম বাহার, সদস্য মল্লিক মনিরুজ্জামান, সদস্য একরামুল করিম মিঠু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস।