আতাউর রহমান তুহিন, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা আইনজীবী সহকারী ( এ্যাডঃ ক্লার্ক)সমিতির অধিনস্থ কয়রা ইউনিটবার আইনজীবী সহকারী ( এ্যাডঃ ক্লার্ক) সমিতির কার্য- নির্বাহী কমিটি ২০২৩/২৪ কমিটি গঠিত।
উক্ত কমিটিতে টানা তৃতীয় বারের ন্যায় ও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মোঃ আঃ সামাদ গাজী( কার্ড নং- ৩৩৮) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র সরকার(কার্ড নং-৩৩৭) নির্বাচিত।
উক্ত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি মোঃ আমির আলী( কার্ড নং- ১৭২), ভবতোষ কুমার সানা (কার্ড নং-২৭২)। যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ মাহবুবুর রহমান (কার্ড নং- ৫২৩), কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ( কার্ড নং- ৫২৪), সদস্য- কৌশিক ভদ্র মন্ডল ( কার্ড নং- ২১৫), সুকৃতি সরকার (কার্ড নং ৫৯৭), মোছাঃ আঞ্জুয়ারা পারভীন (কার্ড নং- ৫৮৮)।
খুলনা জেলা আইনজীবী সহকারী (এ্যাডঃ ক্লার্ক) সমিতির সভাপতি মো মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর তত্বাবধানে ও উপস্থিতিতে উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সহকারী মোঃ আঃ জলিল ঢালী, গীরেন্দ্রনাথ মন্ডল, শেখ ইউনুস আলী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা আইনজীবী ইউনিটবারের সভাপতি এ্যাড. কমলেশ কুমার সানা, সাধারণ সম্পাদক এ্যাডঃ এস.এম আব্দুর রাজ্জাক, এ্যাডঃ মোঃ গোলাম মোস্তফা, এ্যাডঃ মোঃ আবুবকর সিদ্দিক, এ্যাডঃ মাহফুজুল হক, এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী প্রমূখ।