মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
শনিবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এরপর উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ করতে উপজেলা মোড় এলাকায় উপজেলা প্রশাসন, সেলফ-হেলথ্ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম (শার্প), গণ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন—দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।