তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকার মাঝি এডভোকেট রনজিত সরকারের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর।অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সোবহান আখন্জি, জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তুজা, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, সাবেক চেয়ারম্যান হাজী জহুর আলম,সাবেক চেয়ারম্যান ভুরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আমির আলী,আফতাব উদ্দিন, বিশ্বজিৎ সরকার,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, দীপক তালুকদার, আতাউর রহমান, মিলন তালুকদার, সামায়ুন কবির, কামরুল ইসলাম, বাবুল মেম্বার,জিয়া উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকলেই রনজিত সরকার হয়ে মাঠে কাজ করবো এবং নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেব।সভায় নৌকার পক্ষে প্রতিটি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় নেতৃবৃন্দ কে।