আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা উপজেলার ৪নং গালুয়া ও ৬ নং মঠবাড়ি ইউনিয়নের ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা করেন। নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পের উদ্যোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন ইয়ূথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ আয়োজন করেন।
সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি নাজমিন পাখি, মঠবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আঃ মন্নান, প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, সমাজকর্মী আলমগীর শরীফ, মঠবাড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রদাস মাতব্বর, ইউপি সদস্য স. ম. রিয়াদ, তারুন্যের কন্ঠস্বর সংগঠনের সদস্য শামসুন নাহার, নাসরিন আক্তার মুক্তা, হাফিজা আক্তার, জেলা সমন্বয়কারি রাফিউল ইসলাম প্রমুখ। এসময় দুই ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।