নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ২০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার থেকে ১৩ ডিসেম্বর বুধবার পর্যন্ত পক্ষিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে যাচাই-বাছাই করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান বলেন,ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর তত্ত্ববধায়নে
আমরা যাচাই-বাছাই করে পক্ষিয়া ইউনিয়নের ২০০ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র হিসেবে কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করেছি, পর্যাক্রমে ইউনিয়নের আরো অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। এ সময় পক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির,ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।