মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক: ১৪ ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মূহুর্তে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আল শামস এদেশের বুকে শেষ ক্ষত চিহ্ন একে দিয়ে এদেশকে পরবর্তীতে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে পরিচিত করার পায়তারা করে এবং তারই অংশ হিসেবে তারা ১৪ ই ডিসেম্বর কালরাতে এদেশের বুকে এক ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংগঠিত করে। তারা এদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো (শিক্ষক, ডাক্তার, লেখক, সাংবাদিক, পরিচালক, কবি, সাহিত্যিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ) কে টার্গেট করে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করে।
১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল নগরীস্থ ত্রিশ গোডাউন বধ্যভূমিতে এবং বরিশাল জেলা পুলিশ লাইন্সে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা,পিপিএম,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম ; পুলিশ সুপার শফিকুল ইসলাম,পুলিশ সুপার জনাব কাজী ছোয়াইব মহোদয়; অতিরিক্ত পুলিশ সুপার সোহেল পারভেজ মহোদয়সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।