শেখ মারুফ হোসেন সাতক্ষীরা, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় ব্র্যাক বাংলাদেশের বাস্তবায়নে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের জন্য মহিলা ও পুরুষদের ২টি পৃথক সুপেয় পানি ও হাইজিন পানির প্লান্ট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকগণ, সাংবাদিক এবং ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য অত্র স্কুলটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ ৯২ বছর পরে স্কুলের বর্তমান সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পানির প্লান্ট স্থাপন করা, সমগ্র স্কুল সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, স্কুলের স্বপ্নদ্রষ্টা এবং জমি দাতাদের নাম খোদাই করে লিপিবদ্ধ করা সহ স্কুলকে স্মার্ট স্কুলে পরিণত হয়েছে।