মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন(ভোলা): ভোলার বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে সকল স্তরের মানুষ।সুর্যোদয়ের সাথে সাথে সকল আধা-সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
সকাল ৬:৩৫ মিনিটের সময় উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ,উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, উপজেলা প্রকৌশলী অফিস, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি প্রমূখ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ০৮ঃ০০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে।
সকাল ১০ঃ৩০ মিনিটে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন,পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ শাহীন ফকির বিপিএম , ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজ ইয়াসমিন বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দৈনিক কালবেলার বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ এ শরীফ প্রমূখ সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দ ও উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বাদ যোহর, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম জনবত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত /মুক্তিযুদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত /প্রার্থনা।
এছাড়া দুপুর ২ঃ০০ ঘটিকা হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও বিকাল ৩ঃ০০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ:উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ, নারীদের জন্য প্রীতি হাড়ি ভাঙা প্রতিযোগিতা সহ সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকায়, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন এর আয়োজন করা হয়।