স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিয়েছে আমাদের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে ।ননী গোপাল মন্ডল জয়যুক্ত হলে আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হবে এবং আওয়ামীলীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সে জন্য কারো প্রতি কারো বিভেদ নয় সেই মন নিয়ে সকলে মিলে মিশে কাজ করতে হবে ।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ভালো থাকে। অভাব-অনটন দুর হয়,মানুষ শান্তিতে থাকে। আজ ১৮ ডিসেম্বর সোমবার বাজুয়া- খুটাখালী বাজারের মাঠ চত্বরে হাজারো নেতা কর্মিদের সমর্থনে কানায় কানায় পরিপুর্ন হয়ে জনসুমুদ্রে পরিপুর্ণ হয়ে পড়ে। এই জনসভার মধ্যে দিয়ে নির্বাচণ শুরু হলো ’ নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হারুন এ সব কথা বলেন। লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
বিশেষ অতিথি খুলন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,এ্যাড,,সুজিত অধিকারী খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড,মুজিবুর রহমান,সহ সভাপতি নিমাই চন্দ্র রায়,সহসভাপতি রফিকুর রহমান রিপন,জেলা যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জান জামাল, এ্যাড.নব কুমার চক্রবর্তী , শ্রম বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড,কামরুজ্জামান,,জামিল খান,জলিল তালুক দার, মনোরজ্ঞন মন্ডল, ,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,দাকোপ আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন,সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,দাকোপ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশগন্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল,, দাকোপ আ’লীগনেতা আব্দুল কাদের,এ্যাড.মোঃ কামরুল ইসলাম । উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ্রঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগনেতা নারায়ন চন্দ্র সরকার, মোঃ মশিবুর রহমান, মোল্লা মিজানুর রহমান বাবু, মীর মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু, মোঃ ওবায়দুল ,জিএম মিলন,জাকির হোসেন,আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক,ধীরাজ মন্ডল,সুবীর মল্লিক,বিপ্লব মল্লিক,অনুপম মন্ডল, অনুপম বিশ্বাস,সাবেক ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা আমিরুল মোমিনুল রানা,মিন্টু হালদার, ইসমাইল হোসেন প্রমূখ ।