শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের ৮ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর সোমবার সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বী ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন । প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের চয়ন ইসলাম ( নৌকা), জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) , জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদের মোজাম্মেল হক (মশাল) , বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রেজাউর রশীদ খান ( হাতুড়ি ) তৃনমূল বিএনপি’র তারেকুল ইসলাম ( সোনালী আঁশ) বিএনএম এর মোহাম্মদ শামীম ( নোঙ্গর ), বাংলাদেশ সুপ্রীম পার্টির কাজী মোঃ আলামিন ( একতারা ) এবং স্বতন্ত্র প্রার্থী হালিমূল হক মিরু ( ঈগল)। এদিন বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ – ৬ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে জাকের পার্টির প্রার্থী রেজাউল করিম বিপ্লব তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে দলীয় প্রতীক নৌকা পাওয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভপতি দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, বিএনপি- জামায়াত আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হরতাল – অবরোধের নামে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিএনপি – জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক মেয়র নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ উপস্থিত ছিলেন