নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে নোয়াখালীর সেনবাগে নৌকা মার্কার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের পশ্চিম বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, আওয়ামী লীগ নেতা জি এস গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মজিবুল হক বাবুল মিছিলের নেতৃত্ব দেন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও নৌকা মার্কার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়।