আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের সেন্টার কমিটি গটজন করা হয়েছে। ২৮ ডিসেম্বর বিকেলে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে এই কমিটি করা হয়।
বড়ইয়া ইউনিয়ন পরিষদ চত্তরের এই অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহাব উদ্দিন সুরু মিয়া হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মহারাজ, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দীন বাচ্চু ও মিজানুর রহমান রুবেল তালুকদার।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ জালাল শানু, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক মোঃ আল আমিন শানু,
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সম্পাদক হারুন সরদার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কবির হোসেন, সম্পাদক মোঃ নুরুল হক, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জালাল আহম্মেদ, সম্পাদক মোঃ কবির হোসেন, মেম্বার তরিকুল ইসলাম মামুন, মেম্বার মোঃ মামুন, মেম্বার মাঈনুল ইসলাম কবির, আব্দুল্লাহ আল মাহাবুব, বেল্লাল হাওলাদার, আবুল কালাম, ইকবাল হোসেন শাহিন, মনিরুজ্জামান, বেল্লাল সিকদার, আব্দুস ছালাম তোতা সিকদার, সানাউল হক অপু, বুলবুল আহম্মেদসহ বহু নেতা-কর্মীরা।
উক্ত সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য অধিকাংশ নেতা-কর্মী এবং ঝালকাঠির-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক প্রাপ্ত প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহা ওমর বীরউত্তম কর্তৃক মনোনীত ব্যাক্তিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে কেন্দ্র প্রতি ৫১ জন বিশিষ্ট সুসংগঠিত, সুশৃঙ্খল একটি করে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।