মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মোকতার আহমদ মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিষয়ের শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী। ক্রীড়া বিষয়ক প্রতিবেদন পাঠ করেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান। সাংস্কৃতিক বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক।
উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক সদস্য নুরুল আমিন, আব্দুর রহিম মুন্সী ও কোহিনুর আক্তার।
এতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগী এবং একাডেমিক ক্ষেত্রে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া নিয়মিত উপস্থিত শিক্ষকদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে আমন্ত্রিতদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে উনাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতির চর্চা হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যম। যা মানুষের মন-মানসিকতাকে উন্নত করে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকসহ অন্য অপরাধ থেকে বিরত থাকে।