শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ১’শ’ জন দুস্থ, অসহায়, হতদরিদ্র এবং প্রতিবন্ধী শীতার্ত পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার বেনাদনা গ্রামের বিশ্বাস পাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে কৃষ্ণনগর সেন্টার প্রতিষ্ঠা অফিসে সুশীলন এর মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম ইউনিট হতে শীতার্ত ১” শ পরিবারকে ১টি করে কম্বল বিতরণ করা হয়।
সুশীলনের পরিচালক সু সংগঠক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলার সভাপতি সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, সুশীলনের ইসি কমিটির সহ সভাপতি ইলাদেবী মল্লিক, কোষাধ্যক্ষ এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কমিটির সদস্য শিক্ষিকা কনিকা রানী সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সমাজ সেবক মোস্তফা আবুহেনা বিশ্বাস, মোহাম্মাদ আলী বিশ্বাস, শহিদুল ইসলাম তরফদার প্রমুখ।
এই মহতি অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্থাটি ১৯৯১ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ -পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে অসহায়, হত- দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে অদ্যবধি কাজ করে আসছে। বর্তমানে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ও মৃদু শৈত প্রবাহ এবং তীব্র কনকনে শীতের প্রকোপে জনজীবন বিপর্যন্ত। সংস্থা তার সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায়, হত- দরিদ্র, প্রান্তিক, প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের পরিকল্পনা করে। এছাড়াও মহামারী পরিস্থিতিতে শতশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করেন। প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ারসহ ব্যবসা ও খাদ্য সামগ্রী প্রদান করে দৃষ্টান্ত রেখেছেন।