মোঃ ইকবাল হোসেন: ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে, ভোলার শিল্পনগরীতে গ্যাসের পাইপলাইনের টেন্ডার হয়ে গেছে, ক্রমাগত ভাবে ভেলার ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে, এছাড়া ভোলার গ্যাস পাইপলাইন করে বরিশাল হয়ে পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে, বর্ধিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হবে। আজ সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিদের দেওয়া সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতি দেন, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এসময় উপস্থিত ছিলেন, ভোলা আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ২০২৪) বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি’র আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং স্থানীয়রা ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে বোরহানউদ্দিন বাসস্টানে দাড়ান।
এর আগে হেলিকপ্টার যোগে বোরহানউদ্দিন হেলিপ্যাটে নামেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ