মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এদিকে, সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। তাৎক্ষণিক লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।