মোঃ মজিবর রহমান শেখ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরুর প্রথম দিনে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন জানান, এবারের এসএসসি পরীক্ষায় রাণীশংকৈল উপজেলার ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৪৮৭ জন। অনুপস্থিত ছিলেন ৭৬ পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ২৯ জন, দাখিলে ২৩ জন ও ভোকেশনালে ২৪ জন পরীক্ষার্থী। তিনি আরও জানান, কোনো কেন্দ্রে পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের কোন ঘটনা ঘটেনি।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রকিবুল হাসান বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।