সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি মহৎপুর পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলার মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে পাবলিক লাইব্রেরীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত পাবলিক লাইব্রেরী উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক জি এম আবু হাসান আব্দুল্লাহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস দিপু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজ শিক্ষক জিএম আতিয়ার রহমান, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাহামুদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 1, 2024