মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি নির্বাচিত হওয়ায় পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা সমিতির সভাপতি মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশিদুল ইসলামের সঞ্চালনায় পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার রাত ৮ টায় প্রিন্স বাজার রেস্টুরেন্ট, শ্যামলী, ঢাকাতে এ সভা ও অলোচনা পর্ব চলে।
পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা এর পক্ষ হতে সমিতির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং উপজেলা বাস্তবায়ন করতে জোর সুপারিশ করা হয়। ভবিষ্যতে সমিতি কি করতে চাই এবং সমিতির অফিস তৈরীর বিষয়ে একটি প্রস্তবনা তুলে তুলে ধরা হয়।
তিনি পাটকেলঘাটা প্রস্তাবিত উপজেলা ও সমাতির কার্যক্রমের আলোচনা শুনে সন্তোষ প্রকাশ করেন। এ দিকে লায়লা পারভীন সেঁজুতি এমপি নির্বাচিত হওয়ায় তালার পাটকেলঘাটার সকল মানুষ দল মত নির্বিশেষে আশার আলোয় বুক পেতেছে উন্নয়নের অপেক্ষায়।