মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন ফরাজী বাজারে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরাজী বাজার বায়তুল মামুর জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে একটি স্বাগত র্যালী বের করে। সোমবার (১১মার্চ) বিকালে আহলান সাহলান মাহে রমজান স্লোগানে রমজানের পবিত্র রক্ষা করার আহ্বান জানিয়ে এ মিছিল করা হয়। মিছিলটি আসর নামাজের পর ফরাজী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি ও সবার আহ্বান জানান। র্যালীতে অংশ নেয়া ফরাজী বাজার বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন রমজান মাস সিয়াম সাধনার মাস, দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা গুলো বন্ধ রাখার পাশাপাশি সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহসহ মহা পবিত্র আল-কুরআন অধ্যয়ন এবং কুরআনের সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। এসময় অত্র এলাকার মুসল্লিগন উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024