বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পাঁচবিবি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে পালন করা হয়েছে ।
১৭ মার্চ, রবিবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রভাষক তাহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আখতার জাহান দুলারী। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ হল রুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ কুমার মন্ডল।
তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে।’
শেষে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতারণ করা হয়।