মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মো. আবুল হাসান রিমন, মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মোশাররফ হোসাইন ও সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে নানা রঙের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে বাংলা নববর্ষ উদযাপনে পান্তা ভাতের আয়োজন করা হয়।
পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানসহ সাংস্কৃতিক সংগঠনগুলো দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশন করে।