সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে, ১লা বৈশাখ (রবিবার) ১৪৩১বাংলা সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে মঙ্গল শোভাযাত্রা ও ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার রকিকুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রানীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোহেল রানা,আ”লীগ যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল ও কুশমত আলী,ঠিকাদার আবু তাহের,সাবেক মেয়র আলমগীর সরকার , কৃষকলীগ সভাপতি বাবর আলী,অধ্যক্ষ মহাদেব বসাক,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি ও শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ,স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আরথান আলী,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রভাষক আশরাফ আলী,প্রগতিক্লাব সভাপতি মনতাসির আলম মিঠু,সাবেক ভিপি কামাল উদ্দিন, অধ্যাপক সুকুমার মোদক ও বেনু বসাক, যুবলীগ নেতা মেনন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও সাংবাদিক বিজয় রায়,তাহেরুল ইসলাম, মেহেদী হাসান, সুজন আলী, ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রানিশংকৈল পৌরসভার আয়োজনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন সম্পন্ন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।