মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ প্রতিক পাওয়ার পর থেকেই জমে উঠেছে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন। মোটরসাইকেল মার্কায় মোঃ ইউনুছ মিয়ার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে পুরো সদর উপজেলায়। তরুন ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে ইউনুছ মিয়া। পাড়া মহল্লার আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি জনগনের ভালোবাসা ও সমর্থন দু’টো তেই বেশ সারা পাচ্ছেন। অপরদিকে অন্যন্য প্রার্থীদের তুলনায় মোহাম্মদ ইউনুছ মিয়া প্রচার ও আলোচনায় বেশ এগিয়ে আছেন।
মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ।
ভোলা সদর উপজেলা নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গঠনের। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ হবে আধুনিক ও স্মার্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের প্রাপ্য সেবা পৌঁছে দিতে হবে তাদের দুয়ারে। একটি আধুনিক উপজেলা গঠনে কাজ শুরু করতে হবে প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে। বিশেষ করে তরুন প্রজন্মের যারা আছে তারাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এবং তরুণরাই হবে একেকজন উদ্যেক্তা।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিতে না, কাজে বিশ্বাসী। আমি নির্বাচিত হলে ভোলা সদর উপজেলা হবে মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত। আমার কাছে এগুলোর কোন স্থান নেই। মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে ও জনগণের কল্যানে নিজেকে জনগণের কাছে সমর্পণ করতে চাই। এছাড়া শিক্ষার ক্ষেত্রে মান উন্নিত করন, ইভটিজিং মুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, গরীব দুঃস্থদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি আধুনিক স্মার্ট উপজেলা রুপান্তরিত করতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্টিত হবে এবং দলমত নির্বিশেষে ভোলা সদর উপজেলার সর্বস্তরের জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সেই ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।