স্টাফ রিপোর্টারঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২১ মে রোজ মঙ্গলবার। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে , এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৪ জন , ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন৷ এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৯২৮৯ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হোন আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী৷
২৪ মে (শুক্রবার) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক নেতা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল শিক্ষক বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরীকে ফুলেল শুভেচছা জানান । এসময় বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী উপস্থিত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন , নির্বাচনে আমরা কেউ কাপ পিরিচ, কেউ দোয়াত কেউ আনারসের ভোট করেছি , আসলে আমরা একটা পরিবার , এটা নিয়ে কেউ কাদা ছোড়াছুড়ি করবেন না ভেদাভেদ করবেন না , দিনশেষে আমরা সবাই এক ।
তিনি আরও বলেন আমাদের একজন অভিবাবক আছে আলী আজম মুকুল , তার অধীনে আমরা একটা পরিবার , এই পরিবারে কোন বিভেদ যেন না থাকে৷
এ সময় উপস্থিত ছিলেন , সরকারি প্রাথমিক শিক্ষক মোঃ নোমান হাওলাদার , মোঃ হোসেন হাওলাদার , মোঃ শাহীন , মোঃ রফিকুল ইসলাম, মোঃ আরিফুর রহমান , মোঃ জাহাঙ্গীর হোসেন , মোঃ তৌহিদুর রহমান , মোঃ আলমগীর হোসেন সহ অনেক শিক্ষক বৃন্দ।