আরিফুজ্জামান চাকলাদারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ মে) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন।
বক্তরা আরো বলেন,‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নহে কিছু বড়, নহে কিছু মহিয়ান’ এ কবিতাংশ দিয়েই তিনি যে মানবতাবাদী তা বুঝিয়েছেন। সাম্যবাদী মহান হৃদয়ের অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনি ও সাহিত্যে কর্ম দিয়ে মানুষের জয়গান গেয়েছেন। বাংলা সাহিত্যের জগতে তিনি স্বমহিমায় চির জাগ্রত থাকবেন। আমরা যত বেশি বেশি নজরুল চর্চা করব। ততই তাঁকে চিনতে পারব। আমাদের সকল সত্বায় তিনি অমর হয়ে রইবেন।”
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অধ্যাপক মোহাম্মদ শাজাহান প্রমুখ।