ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনা নাশক ঔষুধ সহ ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি গত ২৪ মে শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো: জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: ফারুক হোসেন (৩৩)। পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট হইতে তল্লাশি চালিয়ে চেতনানাশক ঔষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামার সহ বিভিন্ন জেলার বাসাবাড়ীতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ সম্প্রতি গত ২৫ মে শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।