কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ১৭ জন জীবিত উদ্ধার হলেও এ ঘটনায় এখন পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । আরো ৭ জন নিখোঁজ রয়েছে।
বুধবার(১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
উলিপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো.আব্বাস উদ্দিন বলেন, নৌকা ডুবি ঘটনা শোনার পর আমরা উদ্ধার চালাই । মোট ২৬ জন যাত্রীর মধ্যে শুরুতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ ৮ জনের মধ্যে ১ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৭ জন নিখোঁজ রয়েছে ।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে । ’নিহত শিশুটির এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান।