বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্ত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এ সময় কৃষকদের উদ্দেশ্য বলেন, সরকারিকৃত বিনামূল্যে মাসকলাই বীজ ও সার আপনাদের জমিতে সঠিকভাবে ব্যবহার করবেন, জমি গুলো ফাঁকা না রেখে চাষ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা শামীমা নাসরিন, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী সীমা প্রমুখ। এসময় প্রতি জন কৃষক কে ৫ কেজি করে মাসকালাই এর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।