ভোলা প্রতিনিধি। কলেজটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরউদ্দিন হোসাইন জিসান কে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ খোকন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর), তিতুমীরস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয় এবং এ-ও নির্দেশ দেওয়া হয় যে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দেওয়ার জন্য। ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম নিয়ে উপদেষ্টা মন্ডলীর সদস্য সিহাব উদ্দিন সিয়াম ও মোঃ জিহাদ হাওলাদারের সাথে কথা বললে তারা বলেন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!” নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের অভিনন্দন জানাই, প্রতি বছর দ্বীপ জেলা ভোলা থেকে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়ে তিতুমীর ক্যাম্পাসকে যেন একটুকরো ভোলা তিতুমীরিয়ান হিসেবে আমাদেরকে গর্বিত করছে বা করে যাচ্ছে। তাই আমরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা রাখি- সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষে এই পরিষদ যথাযথ ভুমিকা পালন করবে। আমরা আরও আশাকরি- ভোলা জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের যে কোন পরিস্থিতিতে তাদের পাশে থাকবে এবং সেইসাথে দেশের সংকটময়মুহুর্তে সবাইকে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে। পরিষদের সাধারণ সম্পাদক মীর খোকন বলেন, আমি প্রথমে আমার সৃষ্টিকর্তা মহান রবের শুকরিয়া আদায় করি ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই উপদেষ্টা পরিষদ এবং আমার সহপাঠী শিক্ষার্থী ভাই বোনদের প্রতি। দেখেন আমাদের লক্ষ্য ভোলার শিক্ষার্থীদের একত্রিত করে তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। আমরা ভোলার শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করতে চাই ও এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।