বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি জৈন্তাপুরে বিজ্ঞান সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় সারিঘাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা বিজ্ঞান ক্লাবের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মকে বেশী বেশী করে বিজ্ঞান চর্চা করতে হবে। তিনি বলেন তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানকে বাদ দিয়ে জীবনে সফলতার কোন সুযোগ নেই। তিনি বিজ্ঞান সভার আয়োজনে উপস্থিত সকল কলাকুশলী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের অফিস সুপারিন্টেন্ডেন্ট আজমত আলি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, হাজী মাহমুদ আলি, অভিভাবক সদস্য আব্দুল মান্নান, ম ম আলম কয়েছ, আবদুল জব্বার, মো ইয়াহিয়া। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র, আবদুল করিম,দেলোয়ার হোসেন,নুসরাত আরা বেগম,কাবুল চন্দ্র পাল,হাবিব উল্লাহ্, মুহিবুর রহমান, আজিজ আহমেদ খালিক সহ অন্যান্যরা। পরে বিজ্ঞান সভা উপলক্ষে সাধারণজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।