বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধি- সোমবার (২৩ শে সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মত বিনিময় সভা বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড: মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, আরো বক্তব্য রাখেন রবিন চৌধুরী, হাসানুজ্জামান হাসান, বাবু, পলাশ বিন আশরাফী, বিরামপুর কলেজিয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাবুদ খন্দকার, তহিদুল ইসলাম, প্রমূখ। বিরামপুর শিক্ষক সমিতির নেতা জাকির হোসেন, চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ, স, ম, হুমায়ুন কবির, সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।