সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গত (১৩ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করার সময় দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করে আটককৃতরা হলেন ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে আবু হেনা মোস্তফা(৩৫) ও জামাল উদ্দিনের ছেলে লিটন (৩০)
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।