নিজস্ব প্রতিনিধিঃ সেলিনা মনির এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়ে গেলো এশিয়ান ব্রাইডাল নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা গতকাল সন্ধ্যায় রাজধানী খিলখেত একটি হোটেলে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন।
এ সময় তিনি বলেনঃ দেশের মেকআপ ওয়ার্ল্ডকে নতুনভাবে মানুষের কাছে পরিচয় করাতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন বলে জানান সেলিনা মনির।
প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী সকল নারী উদ্যোক্তাদের সনদ বিতরন করেন তিনি। এবং সবশেষে উপস্থিত নারী উদ্যোক্তাদেরকে নিয়ে জমকালো ফ্যাশন শো প্রতিযোগীতার মাধ্যমে কর্মশালার অনুষ্ঠানটি শেষ করা হয়।
বাংলাদেশি নারী হিসেবে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতায় মেকআপ ইন্ডাস্ট্রির শীর্ষে নিজের অবস্থান করে নিয়েছেন তিনি । বিউটি ইন্ডাস্ট্রির প্রতি অধীর আগ্রহ, রূপসজ্জা ও চুল সম্পর্কে তার বিদ্যমান জ্ঞান থেকেই পথচলা শুরু। চুল ও রূপসজ্জার ওপর ৩টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন সেলিনা মনির। তিনি একই সঙ্গে বাংলাদেশ ও লন্ডনে কাজ করছেন। তার এসব সফলতা হচ্ছে প্রতিটি স্বপ্নের ফসল।