সুজন আলী,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান’-এই স্লোগানকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ধর্মের শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হকের সভাপতিত্বে
সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক,ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক। এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সামাজিক, সাংস্কৃতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশে বক্তারা সম্প্রীতির বন্ধনে সকল ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে আহবান জানিয়েছেন।