সুজন আলী,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নাগরিক কমিটির রাণীশংকৈল রাইজিং’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, গোলাম মর্তুজা সেলিম, অলিউল্লাহ এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রানীশংকৈল উপজেলা প্রতিনিধি ,তারেক মাহমুদ
হাবিব, জসিম সহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে চেষ্টা অব্যাহত থাকবে। স্বাধীনতার এতদিন পরে এসে নতুন কোন ফ্যাসিবাদী শক্তির উন্থানে ইষ্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।