জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বানারীপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান শেষে র্যালি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর ) সকাল ১০টায় বানারীপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পৌর প্রশাসনের আয়োজনে বানারীপাড়া পৌরসভার পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে পৌর চত্বর হতে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভায় এসে শেষ হয়। রেলি শেষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বানারীপাড়া পৌরসভা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের সার্বিক দিক নির্দেশনা তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী মো: আশিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, পৌর উপ-সহকারী প্রকৌশলী আফিফা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, বানারীপাড়া পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, পৌর অফিস সহকারী আলতাফ হোসেন, কার্য সহকারী মোঃ নয়ন খান, সাংবাদিক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির, সদস্য সচিব ও সাংবাদিক তাওহীদুল ইসলাম, পৌর জামায়াতে আমির কাওসার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনেে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।