আরিফুজ্জামান চাকলাদারঃ আলফাডাঙ্গায় সাবেক ছাত্রদল নেতার মতবিনিময় সভা ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও পল্টন থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুর রহমান দীপ মত বিনিময় সভা করেছেন।
২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, সাংবাদিক, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিয় করেন।
মতবিনিময় কালে হাসিবুর রহমান দ্বীপ বলেন, রাজনৈতিক জীবনে একজন ত্যাগী কর্মী হিসেবে আমি দীর্ঘ সময় কারাবরণ করেছি। আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক মামলা হয়েছে।
এ সময় তিনি শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী জসিম উদ্দিন কাকুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লায়েকুজ্জামান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহরিয়ার কিরণ, উপজেলা সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।