মোঃ রায়হান জোমাদ্দার,স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা রানা পাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনের রক্তের বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার সময় সংগঠনের সভাপতি রিফাতুল ইসলাম রেদোয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ বাদল রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোর্শেদ আকন, রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মোঃ তৌফিক হাওলাদার, নলছিটি ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক মাসুদুর রহমান।
সহযোগিতায় ছিলেন,রাকিব তালুকদার, রায়হান জোমাদ্দার, সাইফুল ইসলাম, নিজাম মাঝি, রাফছান আকন, রিফাত খান , জাহীদ পেদা, ইমরান, বাদল, রমজান, রাজ্জাক হাং,রক্তের বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি রিফাতুল ইসলাম রেদোয়ান,বলেন। রক্তের বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের ন্যায় এ বছরও দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল ও খাবার বিতরণ করেছি । আরো বলেন রক্তের বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতে যে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন।