মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা কর্তৃক উত্তরবঙ্গের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র ২য় ধাপে আরও দুই ইউনিয়নে বিতরণ করেছে নীলফামারীর ডোমার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
রবিবার (৫ই জানুয়ারী) সকালে উপজেলার বোড়াগাড়ী ও সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করেন তারা। দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- ডোমার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবদুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা আসিফ সরকার, বাঁধন ইসলাম, মোঃ রাফসানুল হক সজীব প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, গত শুক্রবার (৩রা জানুয়ারী) প্রথম ধাপে উপজেলার সোনারায় ও হরিণচড়া ইউনিয়নে প্রায় চার শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। যা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে ছাত্রনেতারা বিতরণ করছেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডোমার এসে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেননি তিনি। তৎক্ষনাৎ নীলফামারী থেকে ঢাকায় ফেরত যেতে হয় তাকে। তার অসমাপ্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।