বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপির বিওপিওর কমান্ডার নায়েব সুবেদার আবু জাহিদ এর নেতৃত্বে ৪ সদস্যের একটি টহলদল সীমান্তবর্তী চাপড়া নামক এলাকা থেকে বাংলাদেশী চোরাকারবারীদের সহায়তায় কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিক রাতের আঁধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সীমান্ত অবস্থান করছিল।
বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ক কে অবগত করে অধিনায়ক এর নির্দেশনা মোতাবেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশী করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আগত
শ্রী মংলা চন্দ্র দেবনাথ,
শ্রী গনেশ চন্দ্র,
শ্রী সোহাগচন্দ্র,
বুদা চন্দ্র দেবনাথ,
শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ,
কামরুজ্জামান হিটলার, মমিনুর রহমান, সাইদুর রহমান।
তাদেরকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সহায়তাকারী পাঁচ জন পালিয়ে যায়।
ধৃত ও পলাতক ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দায়ের পূর্বক সোপার্দ করা হয়েছে।
এ বিষয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক এ বি এম জাহিদুল করিম জানান বিজিবির সদস্য বৃন্দ সব সময় সীমান্তে চৌকস দৃষ্টি রাখছে, যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবি তৎপর রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান আটককৃতদের আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।