রাজশাহী,পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে শনিবার ১১/০১/২০২৫ তারিখে রাতের আঁধারে দেয়ালে বিএনপি-জামায়াত হুঁশিয়ার সাবধান লেখার প্রতিবাদে আজ রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জিউপাড়া ইউনিয়ন বিএনপি।
জানা যায় উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে শনিবার গভীর রাতে মোঃ সাহাবুর রহমানের হার্ডওয়্যারের দোকানের দেয়ালে কে বা কাহারা বিএনপি ও জামায়েত হুশিয়ার সাবধান নিচে (ছাত্রলীগ) লিখে এবং বিএনপির ব্যানারে ঢিল মেরে ছিড়ে ফেলে।
এর প্রতিবাদে পুঠিয়া জিউপাড়া ২নং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে এবং রবিবার বিকালে জিউপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সৈয়দপুর বাজারে একটি বিক্ষোভ, প্রতিবাদি মিছিল করেন।
উক্ত মিছিলে নেতৃত্ব প্রদান করেন জনাব মোঃ জয়নাল আবেদিন, সভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা শাখা, বিএনপি ও জনাব মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, যুবদল, জিউপাড়া ইউনিয়ন শাখা সহ জিউপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।