আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের বিপরীত পাশে” মা মঞ্জিলে” চুরির ঘটনা ঘটেছে। এতে হতবাক হয়েছেন উপজেলাবাসী। স্হানীয়রা বলছেন এই চুরি তো নির্বাহী অফিসারের বাসায়ও হতে পারতো!
রবিবার ১২(জানুয়ারী) সদর উপজেলার ১নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মোসলেম শেখের বাড়ির দ্বিতীয় তলা ভাড়াটিয়ার মোহাম্মদ হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটে।
তিনি আলফাডাঙ্গা বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানাগেছে।
জানা যায়, ম্যানেজার মোহাম্মদ হোসেন’র স্ত্রী মোছা. শিরিনা সুলতানা ছোট মেয়ে সুরাইয়া কে সেকেন্দার আলী মাদ্রাসায় পড়ার সুবাদে আনতে যায়।বড় মেয়ে স্কুলে থাকায় বাসায় ছিলো ফাঁকা। এই সূযোগে চুরির ঘটনাটি ঘটেছে,।
গৃহকর্তা বাসায় ফিরে এসে দেখতে পায় বাসার হ্যাসভোল্ট কাটা তালা নেই।ঘরের আসবাবপত্র এলোমেলো পড়ে আছে। বাসার ভিতরের সিসি ক্যামেরাটা বন্ধ করে রেখে গিয়েছে।
এই বিষয়ে, মোহাম্মদ হোসেন ইনকিলাবকে বলেন, আমার স্ত্রী আমাকে ফোন করলে বাসায় এসে দেখি, আমার স্ত্রীর এক ভরি ওজনের বেশি স্বর্নলংকার ও নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা চুরি গেছে।
তার ধারনা,তালা ও হ্যাসভোল্ট ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে চোরেরা। এমন দিনের বেলা উপজেলা প্রশাসন প্রধানের বাসার সামনে এই দূর্ধর্ষ চুরির ঘটনায় কি বার্তা দেয়! এ প্রশ্ন স্হানীয় সচেতন মহলের
এ ব্যাপারে সন্ধা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেন নাই বলে জানা যায়। থানা পুলিশ বলছেন আমরা অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্হা গ্রহন করবো।